Thursday , May 19 2022

পর্দায় আসছে হৃদিতা সিনেমা

ইস্পাহানি আরিফ জাহান মানেই হচ্ছে বাণিজ্যিক ঘরানার সিনেমা। কিন্তু এবার বাণিজ্যিক ঘরানার বাইরে গিয়ে ‘হৃদিতা’ সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। আনিসুল হকের গল্পে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন পূজা চেরি।

পূজার বিপরীতে ‘হৃদিতা’ সিনেমায় অভিনয় করেছেন এ বি এম সুমন। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল সিনেমাটি। এরই মধ্যে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি।

১৭ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘হৃদিতা’। প্রদর্শনের পর সিনেমাটির প্রশংসা করেছেন বোর্ডের সদস্যরা। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

তিনি বলেন, ‘‘সেন্সর বোর্ডের সদস্যরা বলেছেন, আমার সিনেমায় কোনো সমস্যা নেই। শুক্রবার আমি সেন্সর সনদ হাতে পেয়েছি।’’

মুক্তির পরিকল্পনা জানতে চাইলে নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘‘দুই ঈদের মাঝের কোনো একটা সময়ে ‘হৃদিতা’ মুক্তি দেব। ঈদে অনেক সিনেমা মুক্তির প্রতিযোগিতা থাকে। তাছাড়া হল সংখ্যার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। এসব কারণে ঝুঁকি নিতে চাচ্ছি না।’’

সিনেমাটি নিয়ে নির্মাতার প্রত্যাশা অনেক। সুনামগঞ্জের হাওরে গানের চিত্রায়ণের মাধ্যমে শেষ হয়েছিল এ সিনেমার শুটিং।

About BTech

Check Also

কর্তৃপক্ষ বললেন, নিখুঁত আজমেরী হক বাঁধন

গতকাল শুরু হয়েছে ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published.

Bangla Tweet