মোদী দুর্দান্ত মানুষ, ‘বন্ধু’-র প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, দেখুন ভিডিয়ো
আমদাবাদের পর দক্ষিণ ক্যারোলিনা। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দনায় মুখর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার দক্ষিণ ক্যারোলিনায় জনসভায় বক্তৃতা করেন ট্রাম্প। ভারত সফরে কীভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়েছে, তা উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের কথায়। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলাম। দুর্দান্ত মানুষ। ভারতের মানুষ তাঁকে ভালোবাসেন।’
Donald Trump likes Motera Stadium and the crowd.
Just see what he is telling Americans about his India trip. pic.twitter.com/GBD06OiPgd
— 🅺🅳🆁 (@KDRtweets) February 29, 2020
এখানেই অবশ্য থামেননি ট্রাম্প। মোদীকে প্রশংসা করার কোনও সুযোগই ছাড়েননি তিনি। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টের কথায়, ‘তাঁদের (ভারতীয়দের) একজন দুর্দান্ত নেতা আছেন। এই দেশের মানুষের জন্য তাঁদের ভালোবাসা রয়েছে। সত্যিই সার্থক হয়েছে (ভারত) সফর।’
রাজনৈতিক মহলের মতে, ট্রাম্পের এই মোদী স্তুতির পিছনে আসল কারণ হল বছর শেষের নির্বাচন। প্রবাসী ভারতীয়দের মধ্যে যে মোদীর প্রভাব রয়েছে, তা ভালোভাবেই জানেন ট্রাম্প। সেজন্যই মোদীর নামে একেবারে প্রশংসার ঝাঁপি উপুড় করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।