শ্রাবন্তীকে ছাড়াই পাহাড়ে ঘুরছেন রোশন? হচ্ছেই বিচ্ছেদ?
তৃতীয়বারের জন্য বিয়ে ভাঙছে শ্রাবন্তী-রোশনের? জল্পনা তো চলছে সেরকমই। এখনো পর্যন্ত তাদেরকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। শ্রাবন্তী যতই বলছেন তাদের মধ্যে ঝামেলা হয়েছে তা মিটে যাবে কিন্তু রোশন জানিয়েছেন তারা পুজোর আগে থেকেই আলাদা থাকছেন।
View this post on Instagram
দুজনেই ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছেন। এবার রোশনকে দেখা গেল একা একাই পাহাড়ে ঘুরে বেড়াতে ফলে তাদের বিচ্ছেদে মোটামুটি সীলমোহর পড়েই গেল। বর্তমানে শ্রাবন্তী নিজের কাজ নিয়ে ব্যস্ত। নতুন জিমের উদ্বোধন করেছেন অভিনেত্রী।ফলে নিজের শুটিং এবং জিম নিয়েই তিনি ব্যস্ত রয়েছেন। অন্যদিকে রোশন একা একা ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ে জঙ্গলে। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোশন স্বয়ং।
View this post on Instagram
এই কথা মোটামুটি স্পষ্ট যে রোশন একা একাই ঘুরছেন। শ্রাবন্তীর সঙ্গে যে তার আইনি বিচ্ছেদ না হলেও এমনি বিচ্ছেদ যে হয়েছে তা বোঝাই যাচ্ছে।