ভিক্টোরিয়া-কাণ্ডের পর প্রথমবার রাজ্যপালের মুখোমুখি মুখ্যমন্ত্রী
ভিক্টোরিয়া-কাণ্ডের পর প্রথমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে মতানৈক্য দেখা যায় রাজ্যপালের।
কিন্তু মঙ্গলবার সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জনা যায়, বিকেল ৪টে ৫ থেকে এই অনুষ্ঠান শুরু হয়। প্রজাতন্ত্র দিবসের বিকেলে চা-চক্রে সমাজের বিশিষ্টজন, রাজনীতিবিদদের আমন্ত্রণ জানান রাজ্যপাল। সেখানে থাকেন মুখ্যমন্ত্রীও।
সেই মতোই রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে থাকেন। বিশিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার সঙ্গে আলাপচারিতা সারেন মুখ্যমন্ত্রী।
ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যপুলিশের ডিজি-সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। এর আগে সকালে রেড রোডের কুচকাওয়াজেও দেখা হয়েছিল মমতা-ধনকড়ের।
তথ্যসূত্রঃ kolkata24x7